ফ্যাসিস্টরা যেন সংসদে আসন নিতে না পারে সেই সুপারিশ করেছি: বদিউল আলম মজুমদার

কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে কথা বলছেন বদিউল আলম মজুমদার। ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করার আহ্বান জানিয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন—স্বৈরাচার ফ্যাসিস্ট যেন ফিরে এসে সংসদে আসন নিতে না পারে, রাজনীতিতে যেন ভূমিকা রাখতে না পারে এমন বিষয়গুলো প্রাধান্য দিয়ে সংস্কারের সুপারিশ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বদিউল আলম মজুমদার।

জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদের কথা মাথায় রেখেই একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের জন্য সংস্কারের এই সুপারিশ করা হয়েছে বলেও মন্তব্য করেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। বলেন, যারা মানুষ খুন করেছে, বিচারবহির্ভূত হত্যা করেছে, বিভিন্নভাবে নিপীড়ন-নির্যাতন করেছে, মানবতাবিরোধী অপরাধ করেছে, তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত না হতে পারে সেই সুপারিশও করা হয়েছে।

বার্ডের ময়নামতি অডিটরিয়ামে 'এ এইচ কে (আখতার হামিদ খান) স্যাটেলাইট সিটি বিষয়ে মনিরুল হক চৌধুরী প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন' বিষয়ক এ সেমিনারের আয়োজন করে 'কুমিল্লা বাঁচাও মঞ্চ' নামের একটি সংগঠন।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন কুমিল্লার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বদিউল আলম মজুমদার। তিনি জানান, নির্বাচনব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বিভিন্ন প্রক্রিয়া শেষে ১৫০টির মতো সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, পরপর তিনবার যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, যে জালিয়াতির নির্বাচনে হয়েছে তার সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে। এছাড়া একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনতে আলাদা একটি কর্তৃপক্ষ গঠনেরও সুপারিশ করা হয়েছে।

বার্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল করিমের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এম শরীফুল করীম, কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু সায়েম, জাতীয় সমবায় ইউনিয়নের সহসভাপতি কাজী নাজমুস সাদাত, কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক মোতালেব হোসেন মজুমদার।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

44m ago