এটাই ফুটবল এবং এজন্যই খেলাটাকে আমরা এত ভালোবাসি: ফ্লিক

ছবি: এএফপি

ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত ৪-২ গোলে পিছিয়ে ছিল বার্সেলোনা। তখন হারই তাদের নিয়তি বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে ঘুরে দাঁড়িয়ে বেনফিকার হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নিল কাতালানরা। তারা মেতে উঠল বাঁধনহারা উল্লাসের জোয়ারে। এমন শ্বাসরুদ্ধকর জয় অবিশ্বাস্য লাগছে খোদ স্প্যানিশ পরাশক্তিদের কোচ হান্সি ফ্লিকের কাছে।

মঙ্গলবার রাতে লিসবনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৯ গোলের লড়াইয়ে প্রতিপক্ষের মাঠে ৫-৪ গোলে জিতেছে বার্সা। এতে এক ম্যাচ হাতে রেখে প্রথম পর্বের পয়েন্ট তালিকার শীর্ষ আটে থাকা নিশ্চিত করে সরাসরি শেষ ষোলোয় উঠে গেছে তারা। সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ৩৬ দলের মধ্যে তাদের অবস্থান দুইয়ে।

বেনফিকার ভ্যাঙ্গেলিস পাভলিদিসের হ্যাটট্রিকে খেলা শুরুর ৩০ মিনিটের মধ্যে ৩-১ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের এক পর্যায়ে স্কোরলাইন ছিল ৪-২। এরপর সফরকারীরা যেন লেখে রূপকথার গল্প! ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদভস্কি। আর নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে রোমাঞ্চকর লড়াইয়ে সমতা টানেন বদলি স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়া। তার হেড জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে বার্সা।

ছবি: এএফপি

তবে নাটকীয়তার বাকি ছিল আরও। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার স্মরণীয় গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা। ডি-বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় স্বাগতিকদের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

ম্যাচের পর ফ্লিকের কণ্ঠে ফুটে ওঠে ভীষণ আনন্দের উচ্ছ্বাসে ভেসে যাওয়ার আনন্দ। স্প্যানিশ গণমাধ্যমকে তিনি বলেছেন, 'এটা খুবই পাগলাটে একটি ম্যাচ ছিল। সবচেয়ে ইতিবাচক দিক ছিল আমাদের মানসিকতা। আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, তা অসাধারণ। এটাই ফুটবল এবং এজন্যই খেলাটাকে আমরা এত ভালোবাসি। আমার মনে হয় না, এই ধরনের প্রত্যাবর্তনের অভিজ্ঞতা আমার আগে ছিল। এটা স্রেফ অবিশ্বাস্য।'

শিষ্যদের প্রথমার্ধের পারফরম্যান্স ভালো না থাকলেও বিরতির পরের খেলার ধরনে খুশি বার্সেলোনার জার্মান কোচ, 'প্রথমার্ধে আমরা অতটা ভালো খেলতে পারিনি। তারা খুব ভালো দল এবং আগে গোল করেছে। তারা আমাদেরকে অনেক নিচে নেমে রক্ষণ সামলাতে বাধ্য করেছে। আমরা সঠিক পজিশনেও থাকতে পারিনি। দ্বিতীয়ার্ধে আমরা তাদের চেয়ে ভালো খেলেছি এবং বদলি খেলোয়াড়রা আমাদেরকে দারুণভাবে সাহায্য করেছে।'

Comments

The Daily Star  | English

Bangladesh Police: Designed to inflict high casualties

A closer look at police’s arms procurement records reveals the brutal truth behind the July killings; the force bought 7 times more lethal weapons than non-lethal ones in 2021-23

1h ago