বড় হারে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

Bangladesh women cricket Team

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আশা জাগিয়েছিলো বাংলাদেশ দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন দেশের বাইরে সিরিজ জেতার পাশাপাশি সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে আত্মবিশ্বাসী তারা। তবে শেষ ম্যাচে মিলল না বিশ্বাসের ছবি। ওয়েস্ট ইন্ডিজের কাছে স্রেফ উড়ে গেল বাংলাদেশ।

সেন্ট কিটসে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের মেয়েরা হেরেছে ৮ উইকেটে। আবারও বড় হারের কারণ ব্যাটিং ব্যর্থতা। আগে ব্যাট করতে মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় সফরকারী দল। হেইলি ম্যাথিউস, দাদেন্দ্রা ডটিনদের ঝলক ওই লক্ষ্য ২৭.৩ ওভারে পেরিয়ে যায় ক্যারিবিয়ানরা। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চক্রে গত রাতে এটাই ছিল শেষ ম্যাচ। জিততে পারলে প্রথমবারের মতো সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করত বাংলাদেশ। হারের পর এবারও বাংলাদেশকে পেরুতে হবে বাছাইপর্ব।  ৬ দলের  বাছাইপর্ব থেকে সেরা দুই দল যাবে বিশ্বকাপে। এতে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পাচ্ছে  পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডকে।

কাজেই সেরাদুই দলে থাকা খুব সহজও হবে না। বাংলাদেশ এই ম্যাচ জিতলে নিউজিল্যান্ডকে চলে যেতে হতো বাছাইপর্বে। দুই দলেরই ২১ পয়েন্ট থাকলেও নেট রানরেটে এগিয়ে সরাসরি বিশ্বকাপে গেল কিউইরা। যেখানে স্বাগতিক ভারতসহ টেবিলের শীর্ষ পাঁচ দল আগে থেকেই নিশ্চিত।

ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে বেশামাল দশা হয় জ্যোতিদের। দ্বিতীয় ওভারেই ফেরেন ওপেনার মুরশিদা খাতুন। দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটিতে প্রতিরোধ গড়েছিলেন ফারজানা হক পিংকি (৬৫ বলে ২২) ও শারমিন আক্তার সুপ্তা (৫৮ বলে ৩৭)। ফারজানা সময় নিয়ে খেললেও সুপ্তা ছুটছিলেন ভালোই। এই দুজনের বিদায়ের পর দুই অঙ্কের রান পান আর কেবল সোবহানা মুশতারি (৬২ বলে ২৫)।

দলের রান তিন অঙ্কে যাওয়ার পর আচমকা ধসে এলোমেলো হয়ে যায় টাইগ্রেসরা। ৯ ওভারে ১১ রানে শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ, শেষ পাঁচ ব্যাটারের চারজন ফেরেন কোন রান না করে।

মামুলি লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজকে বিন্দুমাত্র পরীক্ষায় ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। উদ্বোধনী জুটিতেই ৪৫ তুলে ফেলে স্বাগতিক দল।

ক্রিজে যাওয়া তাদের চার ব্যাটারই পার হন দুই অঙ্ক। ম্যাথিউস ৩৩ বলে ২২, কিয়ানা জোসেফ ৬৬ বলে ৩৯, শেমাইনে ক্যাম্পবেল ৪৭ বলে করেন ২৫। তবে ম্যাচ দ্রুত শেষ করতে ভূমিকা রাখেন ডটিন। মাত্র ১৮ বলে ৪ চার, ২ ছকায় করেন অপরাজিত ৩৩ রান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মঙ্গলবার থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ দল।

Comments

The Daily Star  | English

Drafting new constitution can take a long time: Asif Nazrul

He proposed that the next parliament can act as constitutional authority and amend the 1972 constitution until a new one is enacted

43m ago