নিউমার্কেট থানা ঘেরাও কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা কলেজ শিক্ষার্থী মঈনুল ইসলাম | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

হামলা চালানো পুলিশ সদস্যদের প্রত্যাহার করে বিচারের আওতায় আনা না হলে নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা।

এ জন্য তারা আগামী ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন।

পাশাপাশি একই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের পদত্যাগ দাবি করেছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, প্রো-ভিসি পদত্যাগ না করলে সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চলতে দেওয়া হবে না।

আজ সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। 

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শিক্ষার্থী মঈনুল ইসলাম বলেন, 'আমরা ছয় দফা দাবি উপস্থাপন করেছিলাম। একটি দাবি ছিল অধিভুক্তি বাতিল করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আমলে নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছেন জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি কিন্তু এখনো আমাদের পাঁচটি দাবি বাকি আছে। সেগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে এখনো কোনো প্রক্রিয়া কর্তৃপক্ষ থেকে অনুসরণ করা হয়নি।'

তিনি বলেন, 'গতকাল ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আহত করেছে নিউমার্কেট থানা পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সহকারী কমিশনারসহ (এসি) এই হামলায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার ও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।'

মইনুল আরও বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর সম্পূর্ণ দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রো-ভিসিকে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো যদি ২৪ ঘণ্টার মধ্যে মেনে না নেওয়া হয়, আমরা নিউমার্কেট থানা ঘেরাও করব। এছাড়া, সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চলবে না।'

তিনি বলেন, 'আমরা কোনো সংঘাত চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই। আমরা একটি প্রশাসনিক জটিলতার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছিলাম কিন্তু তারা আমাদের কথা আমলে নেয়নি, সে জন্য এই কর্মসূচি।'

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

13h ago