নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ৭ কলেজ চলবে ইউজিসির অধীনে

সাত কলেজ। স্টার গ্রাফিক্স
সাত কলেজ। স্টার গ্রাফিক্স

নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত ঢাকার সরকারি ৭ কলেজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থার অংশ হিসেবে ঢাকা কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াসকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হবে।

আজ রোববার ইউজিসি সদস্য মোহাম্মদ তানজীমউদ্দিন খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অধ্যাপক একেএম ইলিয়াস চুক্তিভিত্তিক এই দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় আজ অধ্যাপক ইলিয়াসকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে।

অধ্যাপক তানজীমউদ্দিন বলেন, ৭ কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের সদর দপ্তর ঢাকা কলেজে থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগির এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করবে।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ—এই ৭ প্রতিষ্ঠানকে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

সম্প্রতি সরকার এই ৭ কলেজকে একটি একক প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে 'ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়' প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি একটি হাইব্রিড মডেলে পরিচালিত হবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে ৪০ শতাংশ ক্লাস অনলাইনে এবং ৬০ শতাংশ শারীরিক উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।

৭ কলেজের জন্য অনুষদ-ভিত্তিক ক্যাম্পাস চালু করা হতে পারে। যেমন, সরকারি তিতুমীর কলেজে ব্যবসায় শিক্ষা অনুষদ থাকবে বলে জানা গেছে। অন্যান্য কলেজগুলোতে অন্যান্য অনুষদ হতে পারে।

তবে, প্রয়োজনীয় আইনি অনুমোদন, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক প্রস্তুতির কারণে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সময় লাগবে।

ইউজিসি অস্থায়ীভাবে কলেজগুলোকে তত্ত্বাবধান করবে। এ অবস্থায় যেকোনো এক কলেজের অধ্যক্ষ ৭ কলেজের জন্য প্রশাসক নিযুক্ত হবেন।

গতকাল ৭ কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত 'ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের' জন্য একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনিক সংস্থা গঠনের জন্য অবিলম্বে একটি গেজেট জারির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

আজকের মধ্যে দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। শিক্ষার্থীরা বলেছে, জনজীবনে বিঘ্ন সৃষ্টি না করে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করবে।

 

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

9h ago