ঠাকুরগাঁও

কৃষক হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

১২ বছর আগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক কৃষককে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞা এক আসামির উপস্থিতিতে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন বিচারক, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমান উপস্থিত ছিলেন। 

পলাতক অপর তিন সাজাপ্রাপ্ত হলেন-একই গ্রামের আফছার আলী, সুমন ও রাণীশংকৈল উপজেলার মধ্যবনগাঁও গ্রামের সাগর।

মামলার বিবরণী অনুযায়ী, মূল পরিকল্পনাকারী মিজানুরের সঙ্গে দীর্ঘদিন ধরে তার আপন বড়ভাই মোখলেছুর রহমানের জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

বড়ভাইকে হত্যা করে পিতার সব সম্পত্তি নিজের আয়ত্তে নিতে তাকে হত্যার জন্য আফছার আলী, সাগর ও সুমনের সঙ্গে ২ লাখ টাকার চুক্তি করে মিজানুর। 

চুক্তি অনুযায়ী, ২০১৩ সালের ১০ জুলাই রাত সাড়ে ১০টার দিকে মোখলেছকে হত্যার উদ্দেশে অপেক্ষা করে আসামিরা।

কিন্তু ঠিক সেসময় স্থানীয় কৃষক বাদল ওরফে বদরুল সেখান দিয়ে যাচ্ছিলেন। বাদলকে মোখলেছ ভেবে আফছার আলী, সাগর ও সুমন ছুরিকাঘাত করে হত্যা করে।

এ ঘটনায় পরদিন বাদলের বড়ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম বলেন, 'এ মামলায় পীরগঞ্জ থানা পুলিশ মিজানুর, আফসার, সাগর ও সুমনকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারকৃতরা তাদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।'

'আদালত পরে আফছার আলী, সাগর ও সুমনকে জামিন দিলেও তারা আর আদালতে হাজিরা দিতে আসেননি,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
International Crimes Tribunal 2 formed

Govt issues gazette notification allowing ICT to try political parties

The new provisions, published in the Bangladesh Gazette, introduce key definitions and enforcement measures that could reshape judicial proceedings under the tribunals

25m ago