ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নিহত ইকরাম আহমেদ জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ছিলেন।
ইকরাম আহমেদ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নিহত ইকরাম আহমেদ জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ছিলেন।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ছুরিকাঘাতের পর ইকরামকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সাবেক নেতা ও ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকার বাসিন্দা রিদওয়ান আনসারী রিমুর বাড়িতে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। রিমুর মামাতো ভাই রায়হান ছুরি দিয়ে ইকরামের বুকের বাম পাশে আঘাত করে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন ডেইলি স্টারকে জানান, ইকরাম মুন্সেফপাড়া এলাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রিদওয়ান আনসারি রিমুর বাড়িতে যাওয়া-আসা করত। আজ বুধবার সন্ধ্যায় সেখানে মোটরসাইকেলের চাবি নিয়ে রিমুর মামাতো ভাই রায়হানের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এর জেরে রায়হান ক্ষিপ্ত হয়ে ইকরামের বুকে ছুরিকাঘাত করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইকরামের মরদেহ শহরের ফরিদুল হুদা রোডে তাদের ভাড়াবাসায় নিয়ে যাওয়া হয়েছে। 

পুলিশ সুপার সাখাওয়াত বলেন, 'ইকরামকে হত্যার ঘটনায় রায়হানকে আটক করা হয়েছে।'
 

Comments