১৩ দিনের শুটিংয়ে অপূর্ব-নিহার প্রথম নাটক

অপূর্ব
জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনিন নাহার নিহা। ছবি: সংগৃহীত

দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও প্রতিশ্রুতিশীল অভিনেত্রী নাজনিন নাহার নিহা প্রথমবার একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটির নাম 'মন-দুয়ারী'। ১৩ দিন ধরে ঢাকা, নবাবগঞ্জ এবং রাজশাহীতে নাটকটির শুটিং হয়েছে। 

অপূর্ব বলেন, 'নিহার মধ্যে প্রচণ্ড সম্ভাবনা আছে অনেক দূর যাওয়ার। ও শিখতে চায়, শিখে অভিনয় করতে চায়। এটাই ওর বড় গুণ। আর এগিয়ে যাওয়ার জন্য এ গুণটিই যথেষ্ট। এই নাটকে নিহা এতো ভালো করেছে, না দেখলে বিশ্বাস হবে না।'

নিহা বলেন, 'অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করার স্বপ্ন ছিল আমার। সেই স্বপ্নটি পূরণ হয়েছে। তাই আমি অনেক খুশি। অপূর্ব ভাইয়া, সৌখিন ভাইয়া মিলে আমাকে সবসময় হেল্প করেছেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।'

নাটকের নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, 'ভ্যালেন্টাইনে সবসময় একই টাইপের গল্পে নাটক নির্মিত হয়। কিন্তু আমাদের গল্পটি সম্পূর্ণ আলাদা। আপাতত এটুকুই বলছি। বাকিটা দেখার পর আপনারাও বুঝতে পারবেন।'

পারিবারিক সম্পর্ক এবং প্রেমের গল্পের ওপর নির্মিত হয়েছে 'মন-দুয়ারী' নাটকটি। গল্পে দেখা যাবে, অপূর্ব নিউ ইয়র্ক থেকে দেশে এসেছেন তার দাদীকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। নিহার সঙ্গে অপূর্বর পরিচয় হয়। দুজন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ান। নাটকটি যৌথভাবে রচনা করেছেন নাসির খান এবং জাকারিয়া সৌখিন।

'মন-দুয়ারী' অপূর্ব-নিহা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ।

'মন-দুয়ারী' নাটকে থাকছে দুটি গান। সোমেশ্বর অলির কথায় একটি গানের সুর-সংগীত করেছেন সাজিদ সরকার, গেয়েছেন কনা এবং রেহান রসূল। আর দ্বিতীয় গানটি লিখেছেন লিমন। সুর এবং কণ্ঠ নাজির মাহমুদ, সংগীত সজীব দাশ।

আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে 'মন-দুয়ারী' নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

9h ago