শৈশবের ক্লাব সান্তোসে ফিরছেন নেইমার

Neymar

সৌদি আরবের ক্লাব আল-হিলাল ছাড়ার পরই গুঞ্জন চলছিল নেইমার ফিরে যাবেন সান্তোসে। সেই গুজনই সত্যি হলো। নেইমার নিজেই জানালেন, তিনি ফিরছেন নিজের শেকড়ে।

গত সোমবার রাতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিলের খবর দেয় আল-হিলাল। ২০২৩ সালে যোগ দেওয়ার পর চোট-জর্জর ক্যারিয়ারে সৌদি প্রো-লিগের ক্লাবের হয়ে মাত্র ৭ ম্যাচ খেলতে পারেন নেইমার।

দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই তাই চুক্তি বাতিল হয়ে যায়। এরপরই নেইমারের নতুন ঠিকানা নিয়ে শুরু হয় গুঞ্জন। সেটার অবসান হয়েছে গত রাতে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি জানান,  'আমি সান্তোস ফুটবল ক্লাবের হয়ে চুক্তিপত্র সই করব। এই ক্লাবের প্রতি আমার ভালোবাসা কখনো বদলায়নি।'

'এখন আমার খেলায় ফেরা দরকার। সান্তোসের মতন ক্লাবই আমাকে সেই ভালোবাসা দিতে পারে। যেটা আগামী বছর চ্যালেঞ্জগুলো সামনোর জন্য প্রয়োজন।'

নেইমারের ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছে সান্তোসে। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত সান্তোসের বয়সভিত্তিক দলে খেলার পর সিনিয়র দলে চার বছর খেলেন নেইমার। ২০১৩ সালে বিশ্ব ফুটবলে আলোড়ন তোলার পর যোগ দেন বার্সেলোনায়। পরে নেইমারের অনেক উঁচুতে ছুটে চলার শুরু। বার্সেলোনা থেকে পিএসজি, এরপর সৌদির আল-হিলাল ঘুরে নেইমার ফিরলেন শেকড়ের দলে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় কনসার্ট আয়োজনের মাধ্যমে নেইমারকে বরণ করে নেবে ক্লাবটি। চুক্তিপত্রে স্বাক্ষর করতে নেইমার রওয়ানা দিয়েছেন ব্রাজিলে।

Comments

The Daily Star  | English

SC clears way for holding Ducsu election on Sept 9

A seven-member bench of the Appellate Division headed by Chief Justice Syed Refaat Ahmed passed the order

42m ago