দুই বছরেরও বেশি সময় পর জোড়া গোলে নেইমারের বার্তা

একের পর এক চোটে লম্বা সময়ের অনুপস্থিতি নেইমারকে অনেকটা আড়ালেই ঠেলে দিয়েছিলো। খেলায় ফিরলেও সেরা ছন্দ পাচ্ছিলেন না। দীর্ঘদিন পর আবার তার মাঠের ঝলক দেখা গেল। ব্রাজিলের সেরি আ-তে একটি স্মরণীয় রাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা। জুভেন্টুডের বিপক্ষে সান্তোসের ৩-১ গোলে জয়ে তিনি দুটি গোল করেন। এটি ছিল দুই বছরেরও বেশি সময় পর তার প্রথম জোড়া গোল।
২০২২ সালের আগস্টের পর এই প্রথম তিনি টানা পাঁচটি ম্যাচে প্রথম একাদশে শুরু করলেন। ৩৩ বছর বয়সী এই ফুটবলার ইনজুরির কারণে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এক ম্যাচে তার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। এই চোট তাকে কয়েক মাস মাঠের বাইরে রাখে এবং ব্রাজিলের জাতীয় দল থেকেও দূরে থাকতে হয়।
সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসে নেইমার ব্রাজিলের নতুন প্রধান কোচ কার্লো আনচেলত্তির কাছে নিজের যোগ্যতা প্রমাণের জন্য মরিয়া। ম্যাচ শেষে তিনি বলেন, 'সবাই জানে আমি কী করতে পারি। আমি প্রস্তুত এবং ভালো অনুভব করছি। সিদ্ধান্ত এখন জাতীয় দলের কর্মকর্তাদের হাতে।'
নেইমারের ফর্ম ফিরলেও, সান্তোস এখনও পয়েন্ট টেবিলে সংগ্রাম করছে। দলটি বর্তমানে লিগের ১৫তম স্থানে রেলিগেশনের ঝুঁকিতে রয়েছে। তা সত্ত্বেও, নেইমারের এই ফর্মে ফেরা নিঃসন্দেহে আনচেলত্তির নজর কেড়েছে, যিনি ব্রাজিলের দলকে স্থিতিশীলতা ও সাফল্যের পথে ফিরিয়ে আনার দায়িত্বে আছেন।
Comments