মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদরের জিগাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিতরা হলেন-সদর উপজেলার মাসকান্দা এলাকার বাবুল হোসেনের ছেলে আবির হোসেন (১৯) ও পুরোহিতপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান (২০)।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। তারা সদরের চুরখাই এলাকার দিকে যাচ্ছিলেন। কিন্তু সকাল ১১টার দিকে জিগাতলা যেতেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় দুই বন্ধুকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Cross-border shelling: 26 killed in Pakistan, 12 in India

India says 'targeted attacks', Pakistan says civilians hit, vows response

11h ago