নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯

ডিভাইডার উল্টে বাসটি সড়কে উল্টে যায়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন।

আজ বুধবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'জুনায়েদ এক্সপ্রেস বাসটি শেরপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সড়কে থাকা ডিভাইডারের ওপরে উঠে যায় এবং ডিভাইডার ভেঙে উল্টে যায়।'

ওসি আরও বলেন, 'এ সময় ঘটনাস্থলে বাসের হেলপার মঞ্জুরুল হাসান (৪১) নিহত হন। এ দুর্ঘটনায় অন্তত ১৯ যাত্রী আহত হয়েছেন।'

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিহত মো. মঞ্জুরুল হাসান শেরপুরের শ্রীবরদীর বাসিন্দা।

ওসি বলেন, 'চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, 'আহত অবস্থায় হাসপাতালে ১৯ জনকে আনা হয়েছে। তাদের মধ্যে শিশুসহ সাত জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

CU returns to merit-based hall allocations shedding political influence

Food quality, cleanliness issues still persist, say students

24m ago