সিরাজগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ সদস্য নিহত

সিরাজগঞ্জ
স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিরাজগঞ্জ সদর ‍উপজেলার মুলিবাড়ী ফ্লাইওভার এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন—শফিকুল ইসলাম (৩৫), তার স্ত্রী সুমনা খাতুন (৩০) ও শ্যালিকা লাকি খাতুন (২৫)। তাদের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বাঐতারা গ্রামে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, কয়েক মাস আগে শফিকুল বিয়ে করেন। ব্যাটারিচালিত অটোরিকশায় সপরিবারে তিনি বেলকুচি উপজেলায় এক আত্মীয়র বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন।

তিনি বলেন, মুলিবাড়ী ফ্লাইওভারের কাছে মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস রিকশায় ধাক্কা দেয়। এতে সাতজন আহত হন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহত সাতজনকে সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে পথেই শফিকুল, তার স্ত্রী ও শ্যালিকার মৃত্যু হয়, জানান আনোয়ারুল।

তিনি আরও জানান, পুলিশ বাসটি শনাক্ত করার চেষ্টা করছে। রিকশায় ধাক্কা দিয়েই চালক বাস চালিয়ে পালিয়ে গেছেন, যে কারণে শনাক্ত করা সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

2h ago