বিশ্বখ্যাত দানবীর আগা খানের জীবনাবসান

আগা খান, লিসবন, সুইজারল্যান্ড, জেনেভা,
প্রিন্স করিম আগা খান। রয়টার্স ফাইল ফটো

বিশ্বখ্যাত দানবীর আগা খান ৮৮ বছর বয়সে লিসবনে মারা গেছেন বলে জানিয়েছে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রয়টার্স বলছে, তার মনোনীত উত্তরসূরির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক।

বিশ্বের দেড় কোটি ইসমাইলি মুসলিমের ৪৯তম বংশানুক্রমিক ইমাম বা আধ্যাত্মিক নেতা ছিলেন আগা খান।

প্রিন্স শাহ করিম আল হুসেইনি আগা খান ১৯৩৬ সালের ১৩ ডিসেম্বর জেনেভায় সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন এবং কেনিয়ার নাইরোবিতে তার শৈশব কাটে।

পরে তিনি সুইজারল্যান্ডে ফিরে যান এবং লে রোজি স্কুলে পড়াশোনা করেন। এরপর হার্ভার্ডে ইসলামের ইতিহাস নিয়ে পড়ালেখা করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

১৯৫৭ সালে তার দাদা স্যার সুলতান মোহাম্মদ শাহ আগা খান মারা গেলে তিনি ২০ বছর বয়সে শিয়া ইসমাইলি মুসলিমদের ইমাম নিযুক্ত হন। তখন তার বয়স ছিল মাত্র ২০ বছর।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তার সম্পদের পরিমাণ আনুমানিক ৮০০ মিলিয়ন ডলার থেকে ১৩ বিলিয়ন ডলার পর্যন্ত হয়েছিল। এই সম্পদ তিনি পারিবারিক উত্তরাধিকার, ঘোড়া পালন ও রেসলিং, পর্যটন ও রিয়েল এস্টেটের বিনিয়োগ থেকে উপার্জন করেছিলেন।

ব্রিটিশ, ফরাসি, সুইস ও পর্তুগিজ নাগরিকত্বের অধিকারী এই ধনকুবের বিশ্বের দরিদ্র অংশের মানুষের সহায়তায় প্রচুর অর্থ দান করেছেন।

Comments

The Daily Star  | English
Khaleda’s return on Qatar air ambulance

Khaleda Zia to return via Qatar royal ambulance tomorrow morning

Fakhrul urges BNP supporters to keep roads free, ensure SSC students can reach exam centres

1h ago