সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার

সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনী মেতায়েন করা হয়েছে। ছবি: এমরান হোসেন/স্টার

দেশের চলমান পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ শনিবার সকাল থেকে এ ব্যবস্থা নেওয়া হয়।

সুপ্রিম কোর্টের একজন কর্মকর্তা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সুপ্রিম কোর্টের ভেতর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আছে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে।'

Comments

The Daily Star  | English
Magura child rape case

Magura rape: Main accused charged with murder

A month after the death of the eight-year-old girl, who was brutally raped while visiting her sister’s in-laws in Magura, police have pressed murder charges against the main accused.

2h ago