গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, আহত ১

মোবাশ্বের হোসেন | ছবি: সংগৃহীত

গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন।

আহত মো. মোবাশ্বের হোসেন (২৬) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সক্রিয় সদস্য।

প্রথম আলোর প্রতিবেদন অনুসারে, মোবাশ্বের জানিয়েছেন দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তার হাতে গুলি লাগে, এরপর তাকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

'কর্মসূচি আজকের মতো সমাপ্তি ঘোষণার পর যে যার মতো বাসায় চলে যাবে, সেই সময় ওরা এখান থেকে একটি মোটরসাইকেল নিয়ে এসে অতর্কিতভাবে গুলি করে। আমার হাতে লাগে,' গণমাধ্যমকে বলেন মোবাশ্বের।

তিনি গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে।

হাসপাতালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ইমার্জেন্সি মেডিকেল অফিসার মঞ্জুর মোর্শেদ বলেন, 'মোবাশ্বের, বয়স ২৬ বছর। ডান হাতে বুলেট ইঞ্জুরি নিয়ে এসেছে আমাদের এখানে। সিঙ্গেল বুলেট ইঞ্জুরি, রোগী স্টেবল আছে। এখানে প্রাইমারি ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে। রোগী সার্জারি ইউনিটে ভর্তি আছে। সম্ভবত রাতে ইমার্জেন্সি ওটি হবে।'

Comments

The Daily Star  | English

26 killed in Pakistan, 12 in India

India says 'targeted attacks', Pakistan says civilians hit, vows response

11h ago