অপারেশন ডেভিল হান্ট: হাতিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৭

নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে সাত জনকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত

অপারেশন ডেভিল হান্টের প্রথমদিনে নোয়াখালী হাতিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ সাত জনকে গ্রেপ্তার করেছে।

গত রাতে হাতিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ তাদের বিচারিক আদালতে হাজির করা হবে।

আটককৃতরা হলেন, হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ (৬৪), হাতিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাদ্দাম হোসেন (২৬), তিন নম্বর ওয়ার্ডের আবুল কালাম বিটু (৪৪), নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শগ্রামের আজিম উদ্দিন (৩১), তমরুদ্দি ইউনিয়নের সিরাজুল ইসলাম প্রকাশ রাকছান (২৪), আবদুল মাজেদ পলাশ (৪৩) ও আব্দুল জাহের (৩৯)।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম নাজমুল হুদা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে 'অপারেশন ডেভিল হান্ট' ঘোষণার পর হাতিয়া থানার এটি প্রথম অভিযান ছিল। আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত আছে।

তিনি আরও বলেন, আজিম ও বিটুর কাছ থেকে আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে ওই দুই জনের বিরুদ্ধে মামলা করেছে। বাকি পাঁচ আসামি গত ৫ আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি।

Comments

The Daily Star  | English

US reciprocal tariff taking effect tonight

The new 20 percent reciprocal tariff by the United States on Bangladeshi exports to the American market will come into effect tonight, which may open up opportunities for the country’s apparel sector as it adapts to evolving global trade dynamics.

10h ago