বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছেন ম্যাটস শিক্ষার্থীরা

বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছেন আন্দোলনকারী ম্যাটস শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৪টার দিকে হাইকোর্টের সামনে থেকে তোলা ছবি। ছবি: প্রবীর দাশ/স্টার

শূন্যপদে নিয়োগসহ চার দফা দাবি আদায়ের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শাহবাগ থেকে সচিবালয়ে গেছে। এর ঘণ্টা দেড়েক পর শাহবাগ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হন।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক ও আলোকচিত্রী জানান, বিকেল সোয়া ৪টার দিকে প্রায় তিনশ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্টের সামনে দিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। সেখানে বিপুল সংখ্যক পুলিশ রয়েছে। মিছিলের কারণে রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ রোববার বিকেল ৩টার পর শাহবাগ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে যান স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী। প্রতিনিধি দলে রয়েছেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের আজহারুল হক রামিম, মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত, আহমদ উল্লাহ মানসুর ও শামীম মিঞা।

তুহিন ফারাবী শিক্ষার্থীদের বলেন, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগের বিষয়ে আগামীকাল বা পরশুর মধ্যে সার্কুলার হবে। আপনাদের দাবির বিষয়ে কথা বলতে একটি প্রতিনিধি দলকে আমি নিয়ে যেতে এসেছি।

এর আগে আজ সকাল ১১টার দিকে শাহবাগে প্রায় ৩০০ শিক্ষার্থী লংমার্চ করে এসে সড়কে অবস্থান নেন। এ সময় টিএসসি থেকে শাহবাগে আসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীদের তাদের অভিযোগ, প্রায় ১২ থেকে ১৪ বছর ধরে তাদের কোনো সরকারি চাকরিতে নিয়োগ নাই। সেই সঙ্গে তাদের উচ্চ শিক্ষারও কোনো সুযোগ নেই। অন্যান্য চাকরিতে পদোন্নতির সুযোগ থাকলেও তাদের তা নেই।

তারা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির সাত কর্মদিবস শেষ হওয়ার পরও দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

8h ago