আ. লীগ নেতাকে ছাড়াতে গিয়ে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

নরসিংদীর শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ মিয়া। ছবি: সংগৃহীত
নরসিংদীর শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ মিয়া। ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে গ্রেপ্তার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়াকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। 

আজ মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ বহিষ্কারের তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার বিকেলে উপজেলার জয়নগরের ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

তাকে ছাড়াতে রাতে থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর করেন স্বেচ্ছাসেবক দল নেতা আবিদ। পরে পুলিশ তাকে আটক করে।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নরসিংদী জেলার শিবপুর উপজেলা শাখার সদস্য সচিব মো. আবিদ হাসান জজ মিয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। 

দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, আসামি নাদিম সরকারকে সোমবার গ্রেপ্তারের খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যান আবিদ। তিনি নিজেকে স্বেচ্ছাসেবক দলের নেতা দাবি করে পুলিশ সদস্যদের হুমকি দেন।

পরে থানার হাজতখানায় থাকা নাদিম সরকারের সঙ্গে দেখা করতে চান তিনি। এ সময় কর্তব্যরত কনস্টেবল সবুজ মিয়া তাকে বাধা দেয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে কনস্টেবল সবুজ মিয়াকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। একপর্যায়ে পুলিশ তাকে আটক করে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় আহত কনস্টেবল সবুজ মিয়া বাদী হয়ে পুলিশের কাজে বাধা ও মারধরের অভিযোগে শিবপুর থানায় মামলা করেন। পরে আটক আবিদ হাসানকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English
asif nazrul election statement

'We will leave in February'

'We're determined to hold the election in February,' says Asif Nazrul

5h ago