চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাংবাদিক নিহত

জসিম উদ্দিন চৌধুরী নিলয়। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী নিলয় (৩৮) নিহত হয়েছেন।

বুধবার রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিয়ারবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন জানান, নিহত নিলয় উপজেলার গুনবতী ইউনিয়নের দশবাহা গ্রামের মরহুম আব্দুল খালেকের ছেলে। তিনি এশিয়ান টিভির প্রতিনিধি ছিলেন।

স্থানীয়রা জানান, সাংবাদিক নিলয় মোটরসাইকেল নিয়ে জগন্নাথদীঘি এলাকা থেকে গুণবতীতে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ফকিরবাজার এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটি বাসের সঙ্গে আটকে অনেক দূর পর্যন্ত যায়।

স্থানীয়রা নিলয়কে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মহসিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনায় ছিটকে পড়ে প্রচুর রক্তক্ষরণের কারণে সাংবাদিক নিলয়ের মৃত্যু হয়েছে।'

মিয়ারবাজার হাইওয়ে পুলিশ জানায়, সাংবাদিক নিলয়ের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago