শনিবার অপারেশন ডেভিল হান্টে ৪৭৭ জনসহ সারাদেশে গ্রেপ্তার ১৩৪৭

স্টার ডিজিটাল গ্রাফিক্স

অপারেশন ডেভিল হান্ট অভিযানে সারাদেশে ৪৭৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এছাড়া, অন্যান্য মামলায় পরোয়ানাভুক্ত আসামি মিলিয়ে সারাদেশে ৮৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বিকেল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয় বলে আজ শনিবার পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া তথ্যে জানা গেছে।

ডেভিল হান্ট অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, তিনটি ছুরি/চাকু, দুইটি রামদা ও তিনটি হেমার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার অপারেশন ডেভিল হান্টের আওতায় ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইদিন গ্রেপ্তার করা হয় আরও ৯৪৮ জনকে।

অপারেশন ডেভিল হান্টের আওতায় শনিবার বিকেল পর্যন্ত চার হাজার ৪০১ জনকে গ্রেপ্তার করা হলো।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

Comments

The Daily Star  | English

6 killed as microbus plunges into canal in Noakhali

The accident took place around 5:40am in Chandraganj Purba Bazar area

55m ago