দেশে প্রথমবারের মতো পোষা প্রাণীর অ্যাম্বুলেন্স সেবা চালু

পোষা প্রাণী অ্যাম্বুলেন্স

যারা বাসায় কুকুর-বিড়ালের মতো প্রাণী পোষেন, তাদের সারাক্ষণই দুশ্চিন্তায় থাকতে হয় প্রিয় প্রাণীটিকে নিয়ে। কখনো তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য ঠিকঠাক যানবাহন খুঁজে পাওয়া তাদের জন্য প্রায়ই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।

এই বিষয়টি মাথায় রেখে দেশে প্রথমবারের মতো পোষা প্রাণীর অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি থেকে। যানবাহনের অভাবে কোনো পোষা প্রাণী যেন কষ্ট না পায়, এ সেবার মাধ্যমে তা নিশ্চিতের চেষ্টা করা হবে।

'সুস্থতা'র চেয়ারম্যান অ্যাঞ্জেলো আফনান হামিদ তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বলেন, 'যেকোনো পোষা প্রাণীর মালিকের জন্য সবচেয়ে ভয়াবহ মুহূর্তগুলোর মধ্যে একটি হলো, যখন তাদের পোষা প্রাণী অসুস্থ হয়ে পড়ে। আমার একটি পোষা কুকুর ছিল। যেহেতু আমার নিজের গাড়ি ছিল না, তাই কুকুরকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে গাড়ি রেন্ট করতে হতো। অনেক চালকই রাজি হতেন না ওকে নিতে। তারা বলতেন, গাড়িতে পোষা প্রাণী নেওয়ার অনুমতি নেই তাদের। আমাকে অসংখ্যবার এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তখনই আমি বুঝতে পেরেছি, মানুষের মতো পোষা প্রাণীরও একটি ডেডিকেটেড অ্যাম্বুলেন্স সেবা প্রয়োজন।'

'সুস্থতা'র সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মেজবাউল আমিন বলেন, 'দেশব্যাপী থাকা এই অ্যাম্বুলেন্স সেবাটি আপনার পোষা প্রাণীটিকে কাছাকাছি বা শহরের বাইরে দূর-দূরান্তেও পশুচিকিৎসকের কাছে নিয়ে যেতে পারবে। এই অ্যাম্বুলেন্সের সার্ভিস চার্জ সাধারণ অন্যান্য অ্যাম্বুলেন্সের মতোই।'

'আমাদের লক্ষ্য খুব সাধারণ- কোনো পোষা প্রাণী যেন যানবাহনের অভাবে কষ্ট না পায়। জরুরি হোক বা রুটিন চেক-আপ, আমরা সবসময় সহায়তার জন্য আছি। আপনি যেকোনো সময় www.susthotaa.com এ অ্যাম্বুলেন্স সেবা প্রি-বুক করতে পারেন। আর জরুরি সেবার জন্য 09601 222 777 নম্বরে কল করতে পারেন', যোগ করেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

"The chief adviser said he wants to hold the election between December and June"

2h ago