এবারের নির্বাচন সুষ্ঠু হবে, কেউ বিশেষ সুবিধা পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবারের নির্বাচন একেবারে সুষ্ঠু হবে, কেউ বিশেষ সুবিধা পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের সমাজব্যবস্থায় শিক্ষকদের সম্মান দিতে হবে। আমাদের অনেক রাজনৈতিক নেতৃত্ব আছে যারা অনেক সময় শিক্ষকদের তেমন সম্মান দিতে চায় না। তবে শিক্ষকরা যখন নির্বাচনের সময়ে প্রিসাইডিং অফিসার বা সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, তখন রাজনৈতিক ব্যক্তিরা তাদের পেছনে ছুটেন বিশেষ সুবিধার জন্য। তবে, এবারের ইলেকশন একেবারে ফেয়ার (সুষ্ঠু) হবে। কেউ বিশেষ সুবিধা পাবে না।
তিনি বলেন, খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে। খেলাধুলা চর্চা অব্যাহত থাকলে বদ অভ্যাস দূর হয়ে যাবে।
শিক্ষকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার প্রমুখ।
Comments