গোপালগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত কাভার্ডভ্যান চালক মো. জাহাঙ্গীর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বানকাটা গ্রামের বাসিন্দা।

আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত কাভার্ডভ্যান চালক জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার কারণে সড়কের দুই পাশে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

Comments

The Daily Star  | English
wheat production decline in bangladesh

With acreage and output falling, is there any prospect for wheat in Bangladesh?

Falling wheat acreage raises questions about food security amid climate change

16h ago