লংমার্চ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই অভ্যুত্থানে আহত ও স্বজনরা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় অভিমুখে জুলাই অভ্যুত্থানে আহত ও তাদের স্বজনদের লংমার্চ। ছবি: এমরান হোসেন/স্টার

তিন দফা দাবি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করছেন জুলাই অভ্যুত্থানে আহতদের একাংশ ও তাদের স্বজনরা।

বর্তমানে তাদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে প্রবেশ করেছেন।

বাকিরা প্রেসক্লাবের সামনে অবস্থান করলেও সড়ক অবরোধ করেননি। আশপাশে পুলিশ রয়েছে।

এর আগে, আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। তারা শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হন। 

লংমার্চ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলছেন, সরকার 'এ', 'বি', 'সি'—এই তিন ক্যাটাগরি করে আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে। 'সি' ক‍্যাটাগরিতে 'এ' ও 'বি'-এর মতো সুবিধা রাখা হয়নি। এটি খুবই বৈষম্যমূলক।

ছবি: এমরান হোসেন/স্টার

লংমার্চ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দাবি, আহত সব ব্যক্তিকে 'এ' বা 'বি' ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে। ক‍্যাটাগরি হবে দুটি। আহত ও গুরুতর আহত।

তাদের অপর দুই দাবি হলো, প্রান্তিক এলাকার আহত ব্যক্তিদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু করতে হবে এবং আহত ব্যক্তিদের সুরক্ষায় আইন করতে হবে।

আহত প্রত‍্যেককে সরকারি ভাতার আওতায় আনারও দাবি জানিয়েছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অনেকে।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

53m ago