পাবনা দুর্বৃত্তের হামলায় যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্ন

পাবনার সাঁথিয়ায় এক যুবকের দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়া পৌর এলাকায় টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে এ ঘটনা ঘটে।
হামলার শিকার মো. আশরাফুল ইসলাম (৩২) সাঁথিয়া কলেজ পাড়া গ্রামের বাসিন্দা।
তার বিরুদ্ধে নয়টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, দুপুরে টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে আশরাফুলের ওপর অজ্ঞাত কয়েকজন হামলা করে। তারা কুপিয়ে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ওসি বলেন, 'আহত আশরাফুল ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে নয়টি মামলা আছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা হয়েছে।'
Comments