সিংগাইরে রশিদ বয়াতির বার্ষিক ওরশে স্থানীয়দের বাধা, হামলা-পাল্টা হামলায় আহত ১০

সিংগাইরের আজিমনগরে প্রয়াত বাউল আব্দুর রশিদ বয়াতির বাৎসরিক ওরশে বাধা দেয় স্থানীয়রা। ছবি: সংগৃহীত

স্থানীয়দের বাধায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রয়াত বাউল আব্দুর রশিদ বয়াতির বাৎসরিক ওরশ পণ্ড হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার আজিমনগরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়াত বাউল আব্দুর রশিদ বয়াতির বাৎসরিক ওরশ আয়োজনে বাধা দিতে যান স্থানীয়রা। এসময় আয়োজকরা তাদের কয়েকজনকে মারধর করেন। তখন আয়োজকদের ওপরও পালটা হামলা চালানো হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাইদুল ইসলাম জাহাঙ্গীর দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, 'ওরশ আয়োজক কমিটি প্রশাসনের অনুমতি নেয়নি। স্থানীয় একদল লোক ওরশ বন্ধ করতে গেলে উল্টো আয়োজক কমিটি লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায়। পরে আয়োজকদের ওপর হামলা চালানো হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। সংঘাত এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।'

প্রয়াত বাউল শিল্পী রশিদ বয়াতির পুত্রবধূসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি।

উল্লেখ্য, প্রয়াত বাউল শিল্পী রশিদ সরকারের দ্বিতীয় স্ত্রী ছিলেন সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

14h ago