চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগুনে পুড়েছে খাবার হোটেলসহ ৪ দোকান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল সংলগ্ন একটি খাবার হোটেলসহ চারটি দোকান আগুনে পুড়ে গেছে। আজ শনিবার ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে।
পুড়ে যাওয়া চারটি দোকান হলো গাউসিয়া হোটেল এন্ড বিরিয়ানি হাউস, তামিম টি স্টোর, ইব্রাহিম স্টোর ও সাকিব ইলেকট্রনিক্স।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি তালা-চাবির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর একে একে বাকি দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল কর্মীরা জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
আগুনে পুড়ে যাওয়া গাউসিয়া হোটেল এন্ড বিরিয়ানি হাউসের মালিক বলেন, পাশের একটি দোকানে লাগা আগুন আমার দোকানসহ বাকি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
Comments