‘এই বাজার আমার নেতৃত্বে চলবে’, অস্ত্র হাতে মহড়া শেষে মাইকে ঘোষণা যুবদল নেতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে বাজারের খাজনা দাবি করেছেন এক যুবদল নেতা।

আজ শনিবার বিকেলে মাওনা ইউনিয়নের এমসি বাজারে শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সদস্য জাহাঙ্গীর আলম পিন্টুর নেতৃত্বে এ মিছিল হয়।

মাথায় ও মুখে লাল গামছা পেঁচিয়ে শতাধিক যুবক হাতে রাম দা নিয়ে প্রকাশ্যে মহড়া দেন। যুবদল নেতার নেতৃত্বে প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় এ সময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জাহাঙ্গীর আলম পিন্টু তেলিহাটী ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরুল ইসলাম নূরের ছেলে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রোড ডিভাইডারের ওপর দাঁড়িয়ে হ্যান্ড মাইকে জাহাঙ্গীর বলেন, 'আজকের পর থেকে এই বাজারের সব কন্ট্রোল করব আমি। কে (বাজার) ডাকছে, কে না ডাকছে, সেটা আমার জানার বিষয় নয়। আমার নেতৃত্বে এ বাজার চলবে। আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন বেঁচে থাকব, ততদিন পর্যন্ত এ বাজার আমার নেতৃত্বে চলবে। আজকে থেকে আপনারা খাজনা দেওয়া শুরু করবেন। এখন, এই মুহূর্তে আমার লোকজন খাজনা উঠাবে। কেউ বাধা সৃষ্টি করলে তাকে কঠিন...প্রতিহত করব তাকে। তাই সকলকে অনুরোধ করে বলছি, আপনারা কেউ এই কাজে বাধা দিবেন না। আমাদের কাজ আমাদেরকে করতে দেন।'

সংক্ষিপ্ত বক্তব্য শেষে তারা সাতকাফ মাঠ হয়ে আশেপাশের এলাকা ঘুরে স্থানীয় ইউনিয়ন গার্মেন্টসের সামনে দিয়ে চলে যান।

তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন জাহাঙ্গীর। তিনি বলেন, 'এগুলো কিছু না। দা-টা কিছু না। আমি টেহা (টাকা) পয়সা উঠাইনি।'

এগুলো আমাকে হেয় করার জন্য করা হয়েছে, বলেন তিনি।

জানতে চাইলে শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ বলেন, 'দল থেকে এমন অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। তার অপরাধের বিষয়ে দল অবশ্যই ব্যবস্থা নেবে।'

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, 'এ বিষয়ে অবগত হয়েছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

Comments

The Daily Star  | English

Primary Schools: Dropouts up after 14 years of decline

In a setback for the country’s primary education system, the school dropout rate saw a sudden rise last year after a steady decline over 14 years, according to a government report.

11h ago