নিউমোনিয়ায় আক্রান্ত পোপের অবস্থা ‘আশঙ্কাজনক’

এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পোপ ফ্রান্সিস। এখনো আশঙ্কাজনক অবস্থায় আছেন তিনি।
আজ রোববার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
ভ্যাটিকানের বিবৃতিতে জানা গেছে, শনিবার 'হাঁপানি ও শ্বাসকষ্টজনিত জটিলতায়' আক্রান্ত হয়েছেন পোপ।
৮৮ বছর বয়সী পোপ সচেতন আছেন, তার আর্মচেয়ারেও বসতে পারছেন। তবে তাকে 'উচ্চ প্রবাহের' অক্সিজেন দিতে হচ্ছে। শারীরিক অবস্থা সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানায় ভ্যাটিকান।
এর আগে ভ্যাটিকান জানায় নিউমোনিয়ার চিকিৎসার জন্য আগামী দিনগুলোতে পোপ হাসপাতালেই থাকবেন। যার ফলে তিনি সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনায় অংশ নিতে পারবেন না। গত ১২ বছর পোপ থাকাকালীন অবস্থায় এর আগে মাত্র দুইবার এই প্রার্থনায় উপস্থিত থাকতে পারেননি তিনি।
১৪ ফেব্রুয়ারি রোমের একটি ক্লিনিকে ভর্তি হন পোপ।
প্রাথমিকভাবে শ্বাসযন্ত্রের প্রদাহ চিহ্নিত করার জন্য পরীক্ষা করা হয়। পরবর্তীতে সিটি স্ক্যানে তার দুই ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে।
আর্জেন্টিনায় জন্ম নেওয়া পোপ ফ্রানসিস এর আগেও শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগেছেন।
তরুণ বয়সে ভয়াবহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সে সময় তার একটি ফুসফুসের অংশবিশেষ অস্ত্রোপচার করে অপসারণ করা হয়।
২০২১ সালে ডাইভারটিকিউলাইটিস ও ২০২৩ সালে ব্রঙ্কাইটিসে আক্রান্ত হন তিনি।
সাম্প্রতিক সময়ে দুইবার পড়ে যেয়ে চিবুকে ও হাতে আঘাত পান পোপ।
Comments