চ্যাম্পিয়ন্স ট্রফি

ভারতের বিপক্ষে আরও একবার ব্যর্থ বাবর

Babar Azam

বাবর আজমের মতন ব্যাটারের কাছ থেকে যেটুকু প্রত্যাশা ভারতের বিপক্ষে ওয়ানডের লড়াইতে তিনি তার ধারেকাছেও দিতে পারেননি।  এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে মাত্র ভারতের বিপক্ষে মাত্র এক ফিফটি আছে তার। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়েও ব্যর্থ হলেন পাকিস্তানের বর্তমান স্কোয়াডের সফলতম ব্যাটার।

রোববার দুবাইতে টস জিতে ব্যাটিংয়ে যাওয়া পাকিস্তানের হয়ে ওপেন করতে নামেন বাবর। শুরুটা ভালো হলেও ইনিংস টানতে পারেননি। ২৬ বলে ৫ চারে ২৩ রান করে বিদায় নেন ডানহাতি ব্যাটার।

নবম ওভারে হার্দিক পান্ডিয়ার অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মেরে কিপারের গ্লাভসে জমা পড়েন তিনি। ভারতের বিপক্ষে ৯ ওয়ানডে খেলে ৮ ইনিংস ব্যাট করা বাবর ৩০.১২ গড় ও ৭৬.২৬ স্ট্রাইকরেটে করেন ২৪১ রান। বাবরের ওয়ানডের ক্যারিয়ার গড় যেখানে ৫৫, সেখানে ভারতের বিপক্ষে তিনি রান করেছেন ৩০ গড়ে। দৃশ্যত বেশ নাজুক। ভারতের বিপক্ষে একমাত্র ফিফটি বাবর করেছিলেন ২০২৩ বিশ্বকাপে, আহমেদাবাদে। সেদিন তিনি ৫৮ বলে করেছিলেন ৫০ রান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চাপে আছেন বাবর। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ফিফটি করলেও তার খেলার ধরণ নিয়ে উঠে প্রশ্ন। ৩২১ রান তাড়ায় বাবর ৯০ বলে করেছিলেন ৬৮ রান। পাওয়ার প্লেতে তার মন্থর ব্যাটিংয়ের কারণে স্রেফ ২২ রান তুলে বিস্ময়ের জন্ম দিয়েছিল পাকিস্তান। ভারতের বিপক্ষে রান পেলে সমালোচনা ঝেড়ে ফেলতে পারতেন সাবেক এই অধিনায়ক। তবে চির প্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে আরেক ব্যর্থতায় চাপটা তার আরও বাড়ল। 

Comments

The Daily Star  | English

Election 2026: CA’s office sends letter to EC

With this letter, the government has formally requested the EC to arrange the election

1h ago