ওয়ানডে ইতিহাসে কোহলি সর্বকালের সেরা: ক্লার্ক

michael clarke and virat kohli

ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। সর্বাধিক রানে তার আগে আছেন কেবল কিংবদন্তি শচিন টেন্ডুলকার। মোট রানে শচিন এগিয়ে থাকলেও ওয়ানডের অনেক রেকর্ডে তাকে ছাড়িয়ে গেছেন শচিন। ৫০ ওভারের ক্রিকেটে ম্যাচ জেতানো পারফরম্যান্স বিচার করলে কোহলিকে সর্বকালের সেরা বলে তকমা দিয়ে দিলেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রিকি উইকেটে ২৬৫ রান তাড়ায় ৯৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেন কোহলি। তার ব্যাটে অনায়াসে ম্যাচ জিতে ফাইনালে উঠে যায় ভারত। এই ম্যাচে রান তাড়ায় ফের নিজেকে চেনান এই ডানহাতি। মাত্র ৫ বাউন্ডারি মারলেও নব্বুই ছুঁইছুঁই স্ট্রাইকরেট রেখে বোঝান খেলাটা তিনি কতটা নিয়ন্ত্রণ করতে পারেন।

এই ম্যাচের পর জিওস্টারের সঙ্গে আলোচনায় ক্লার্ক কোহলি নিয়ে দেন বড় মতামত, 'বিরাটের হাতে সব শট আছে। তার বাউন্ডারি বের করার সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই। আমার মতে সে ওয়ানডেতে সবর্কালের সেরা ক্রিকেটার। নিয়মিতভাবে সে বড় মঞ্চে প্রবল চাপে তা করে দেখাচ্ছে। সে জানে কী করতে হবে, সে নিজেকে মেলে ধরে যখন সবচেয়ে প্রয়োজন।'

রান তাড়ায় কোহলির রেকর্ড আসলেই অবিশ্বাস্য। রান তাড়ায় কোহলির সেঞ্চুরি ২৪টি, ফিফটি ২৬টি। সফল রান তাড়ায় তার ব্যাট থেকে এসেছে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ৫৯৯৭ রান। এই পর্যায়ে কোহলির গড়ও অতিমানবীয়— ৮৯.৫০। সব মিলিয়ে লক্ষ্য তাড়ায় ১৫৯ ইনিংসে তিনি করেছেন ৬৪.৫০ গড়ে ৮০৬৩ রান!

এছাড়া ওয়ানডে ইতিহাসে সিঙ্গেল থেকে সর্বোচ্চ ৫৮০০ রান নিয়েছেন তিনি। সিঙ্গেল, ডাবলস মিলিয়ে নিয়েছেন ৭ হাজারের বেশি রান।

ক্লার্কের মতে কন্ডিশন, পরিস্থিতি পড়ে কী করতে হবে কোহলি তা জানেন বাকিদের চেয়ে বেশি,   'আরও একবার সে কন্ডিশন পড়তে পেরেছে দারুণভাবে। নান্দনিক একজন খেলোয়াড়, সে জানত তার দলের কী দরকার এবং কীভাবে দলকে জেতার দিকে নেবে। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির বেলাতেও আমরা তা দেখেছি।'

Comments

The Daily Star  | English
chief adviser yunus confirms election date

Election in February

Chief Adviser Prof Muhammad Yunus last night announced that the general election will be held before Ramadan in February 2026, kickstarting the process of handing over the power to an elected government.

6h ago