উল্টোপথে গাড়ি ও অননুমোদিত সড়কে রিকশা চললে আইনানুগ ব্যবস্থা: ডিএমপি

ডিএমপি

উল্টোপথে যান চলাচল করলে ও অননুমোদিত সড়কে রিকশা চলাচল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনারের গতকাল শনিবারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রিকশা ও ব্যাটারিচালিত রিকশা বিভিন্ন সড়কে উল্টোপথে চলাচল করে। প্রায়  ক্ষেত্রে দেখা যায় রিকশার যাত্রীরা রিকশাচালকদের উল্টোপথে যেতে প্ররোচিত করেন। 

আবার ঢাকা মহানগরীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে অননুমোদিতভাবে রিকশা চলাচল করতে দেখা যায়। এ ক্ষেত্রেও যাত্রীরা রিকশাচালকদের অননুমোদিত সড়কে প্রবেশ করতে প্ররোচিত করেন। 

ডিএমপি বলছে, উল্টোপথে এবং অননুমোদিত সড়কে রিকশা চলাচলের ফলে সড়কের স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হয়ে যানজট বৃদ্ধি হয়, পাশাপাশি সড়ক দুর্ঘটনা ঘটে। 

এসব ক্ষেত্রে অনেক সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও ট্রাফিক সহায়তাকারী গ্রুপ সদস্যদের সঙ্গে অযাচিত বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং সরকারি কাজে বাধা দেওয়ার ফলে সংশ্লিষ্ট যাত্রী বা চালকের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে হয় বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশা উল্টোপথে চলাচল করতে দেখা যায়। উল্টোপথে চলাচলের কারণে সড়কে যানজট বৃদ্ধির পাশাপাশি সড়ক দুর্ঘটনা ঘটে এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশকে আইন প্রয়োগ করতে বাধা দেওয়া হয়। 

এছাড়া, অনেক ক্ষেত্রে সরকারি যানবাহন ও বিভিন্ন পেশাজীবী পরিচয় বহনকারী যানবাহন, সরকারি বিভিন্ন দপ্তরের নামযুক্ত গাড়ি বিভিন্ন সড়কে উল্টোপথে চলাচল করে এবং সড়কে গাড়ি পার্কিং করে যানজট বৃদ্ধি করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

সম্প্রতি, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের উল্টোপথে চলাচলের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর মতো ঘটনা ঘটেছে বলে জানায় ডিএমপি।

এ অস্থায় ঢাকা মহানগরীর রিকশা যাত্রী, রিকশাচালক, মোটরসাইকেলচালক ও সরকারি যানবাহনের চালক অন্যান্যদের উল্টোপথে না চলাচল করার জন্য এবং যাত্রীদের অননুমোদিত যানবাহনে ভ্রমণ না করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

পাশাপাশি যাত্রীদের উল্টোপথে ও অননুমোদিত সড়কে চালকদের যান নিয়ে প্রবেশ করতে প্ররোচিত না করার জন্য এবং ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সহায়তাকারী গ্রুপের সঙ্গে বাকবিতণ্ডা না করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

1h ago