দুঃখ প্রকাশ করে সাকিবের নাম প্রত্যাহার রূপগঞ্জের

ফাইল ছবি: ফিরোজ আহমেদ

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) জন্য অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। এরপর থেকেই এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তবে আজ রোববার সিসিডিএমে একটি চিঠি পাঠিয়ে সাকিবের নাম প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে ক্লাবটি।

'আমরা একটি চিঠি পেয়েছি, যা সাকিবের কাছ থেকে নয়, বরং ক্লাবের পক্ষ থেকে পাঠানো হয়েছে। এতে সাকিবের নাম প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে,' আজ দ্য ডেইলি স্টারকে জানান সিসিডিএমের এক কর্মকর্তা।

খেলোয়াড়দের দলবদলের কার্যক্রমের সময় শারীরিকভাবে উপস্থিত ছিলেন না সাকিব। অনলাইনে তার নিবন্ধন করায় রূপগঞ্জ। সাকিবের নাম প্রত্যাহারের কারণগুলোর মধ্যে উল্লেখিত কারণ এটা। এছাড়া আরও কিছু বিষয় ছিল, যা ক্লাবের সঙ্গে সাকিব আলোচনা করেছেন বলে জানায় সেই সূত্র।

এই পরিস্থিতি নিয়ে সিসিডিএম চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে দুঃখ প্রকাশও করেছে রূপগঞ্জ। এদিকে প্রিমিয়ার লিগের খেলোয়াড় দলবদলের শেষ দিন আজই। দিনের বিভিন্ন সময়ে খেলোয়াড়রা তাদের নতুন ক্লাবের সঙ্গে নিবন্ধন করছেন নতুন মৌসুমের জন্য।

উল্লেখ্য, এর আগে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের হয়ে বিদায়ী টেস্ট ম্যাচ খেলতে ফিরতে পারেননি সাকিব। ভারতের মাটিতে খেলা কানপুর টেস্টই বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের হয়ে তার খেলা শেষ ম্যাচ। মূলত দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের বাইরে আছেন তিনি।

বর্তমানে অবশ্য অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বোলিং নিষেধাজ্ঞার মুখে রয়েছেন সাকিব। গত বছর সেপ্টেম্বরে সারে দলের হয়ে একমাত্র ম্যাচ খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশন নজরে আসে ইসিবির। পরে ১০ ডিসেম্বর পরীক্ষার পর তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পড়ে চেন্নাইয়ে দ্বিতীয় বোলিং পরীক্ষাতে ব্যর্থ হওয়ার কারণে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা পাননি এই অলরাউন্ডার।

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

2h ago