মেহজাবীনের বিয়ের একগুচ্ছ ছবি

মেহজাবীনের বিয়ের ছবি
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। ছবি ফেসবুক থেকে নেওয়া

পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

অভিনেত্রী মেহজাবীনের বিয়ে
বিয়ের সাজে মেহজাবীন চৌধুরী । ফেসবুক থেকে নেওয়া ছবি

গতকাল ২৩ ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। আজ ২৪ ফেব্রুয়ারি সেখানে একটি অনুষ্ঠানের অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আকদ সম্পন্ন হয়।

মেহজাবীনের বিয়ে
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। ফেসবুক থেকে নেওয়া ছবি

২০০৯ সালে রিয়েলিটি শোয়ের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। নাটকের গণ্ডি পেরিয়ে তিনি এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন।

মেহজাবীন চৌধুরী
বিয়ের সাজে মেহজাবীন চৌধুরী। ফেসবুক থেকে নেওয়া ছবি

গত মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা 'প্রিয় মালতি'। এছাড়া ভালোবাসা দিবস মুক্তি পেয়েছে ওয়েবফিল্ম 'নীল সুখ'।

 

Comments