অপারেশন ডেভিল হান্ট: সোমবার গ্রেপ্তার ৫৮৯

অপারেশন ডেভিল হান্ট অভিযানে সারাদেশে আরও ৫৮৯ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া, অন্যান্য মামলায় পরোয়ানাভুক্ত ৯৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সব মিলিয়ে সারাদেশে গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৫৪৩ জন।
আজ সোমবার পুলিশ সদর দপ্তর গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি কাঠের বাটযুক্ত পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, একটি মালবাহী ট্রাক ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
Comments