একই ভেন্যুতে খেলায় বড় সুবিধা পাচ্ছে ভারত: কামিন্স

নিজেদের সবগুলো ম্যাচই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে ভারত। সেমি-ফাইনাল তো বটেই, এমনকি ফাইনালে তারা উঠলে ম্যাচটি হবে এই স্টেডিয়ামেই। যা ভারতীয়দের জন্য অনেক বড় একটি সুবিধা বলে মনে করেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স।
ভারতের আপত্তির মুখেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে। পাকিস্তানের তিনটি ভেন্যুর পাশাপাশি রয়েছে এই দুবাই স্টেডিয়াম। যেখানে দুটি ম্যাচ খেলেছে ভারত। গ্রুপ পর্বের একটি ম্যাচ শেষে তাদের সেমি-ফাইনালও হবে এই মাঠে। তাতে কন্ডিশনের সঙ্গে দারুণভাবেই মানিয়ে নিচ্ছে তারা। একই সঙ্গে নেই কোনো ভ্রমণ ক্লান্তি।
ভারতের অগ্রাধিকার পাওয়ার প্রসঙ্গে কামিন্স বলেন, 'একটি নির্দিষ্ট ভেন্যুতে খেলতে পারা ভারতের জন্য বড় একটি সুবিধা, বিশেষ করে যখন তারা ইতোমধ্যেই অত্যন্ত শক্তিশালী একটি দল। তবে আমি মনে করি, এটা ভালো যে এই টুর্নামেন্ট এগিয়ে যাচ্ছে।'
ভারত ছাড়া সব দলেরই নিয়মিত ভ্রমণের মধ্যেই থাকতে হচ্ছে। বাকি দলগুলো পাকিস্তানে খেললেও সেখানেও রয়েছে তিনটি আলাদা ভেন্যু। অন্যদিকে দুবাইয়ের একটি স্টেডিয়ামে খেলার সুবিধা পাচ্ছে ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই জয়ে ভারত ইতোমধ্যেই সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে। 'এ' গ্রুপে এশিয়ার দুই দল বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে জিতে শেষ চার নিশ্চিত করেছে তারা। এই গ্রুপে শেষ চারে তাদের সঙ্গী হয়েছে নিউজিল্যান্ড।
Comments