রিয়ালকে ছিঁচকাঁদুনে ক্লাব বলায় তেবাসের কড়া সমালোচনা আনচেলত্তির

Carlo Ancelotti

সাম্প্রতিক সময়ে লা লিগার রেফারিং নিয়ে অতিরিক্ত অভিযোগ করায় রিয়াল মাদ্রিদকে ছিঁচকাঁদুনে ক্লাব বলেছিলেন হ্যাভিয়ার তেবাস। এ নিয়ে তখন থেকেই নানা আলোচনা ও সমালোচনা। এবার তার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রেফারিং নিয়ে একের পর এক অভিযোগ করে রিয়াল। তবে সবচেয়ে বিতর্কিত বিষয়টি ছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)-এর কাছে পাঠানো একটি চিঠি, যেখানে দাবি করা হয়েছিল যে রিয়াল মাদ্রিদকে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার জন্য পুরো ব্যবস্থাটি সাজানো হয়েছে।

পরে তেবাসের নির্দেশে রিয়ালের সেই চিঠির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে লা লিগা। পাশাপাশি ক্লাবটির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু হতে যাচ্ছে, যা ভবিষ্যতে শাস্তির মুখে ফেলতে পারে দলটিকে। তেবাস অবশ্য 'ছিঁচকাঁদুনে' মন্তব্যের দিনে নিজেকেও মাদ্রিদিস্তা বলে দাবি করেন, তবে বর্তমানে ক্লাবের এমন আচরণে তিনি লজ্জিত।

মঙ্গলবার তেবাসের সেই মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আনচেলোত্তি বলেন, 'রিয়াল মাদ্রিদ নিয়ে খুব বেশি কথা বলেন তেবাস। আমি এখানে আসার পর থেকে দেখছি… এভাবে কথা বলার মাধ্যমে তিনি রিয়ালের অনেক সমর্থকদের প্রতি অসম্মান দেখাচ্ছেন। স্প্যানিশ ফুটবলে আরও গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে, বিশেষ করে রেফারিং নিয়ে, এবং তার উচিত সেসব সমস্যা সমাধানে মনোযোগ দেওয়া।'

কিশোর বয়স থেকে ফুটবলের সঙ্গে যুক্ত এই ইতালিয়ান কোচ। কিন্তু ক্লাবের সঙ্গে লিগ সভাপতির এমন দ্বন্দ্ব আগে কখনো দেখেননি বলে জানান তিনি, 'আমি সত্যিই এমন কিছু মনে করতে পারছি না। বলতে গেলে, আমি নিজেই দ্বিধায় আছি। মিলানে থাকাকালে লিগের সভাপতি ছিলেন গালিয়ানি, আর তার বিষয়ে কিছু বলার নেই। গালিয়ানি সবসময় ঠিক ছিলেন, এবং এখনও তিনি বিশ্বের অন্যতম সেরা পরিচালক।'

স্প্যানিশ ফুটবলের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বললেও বিতর্কিত 'নেগ্রেইরা মামলা' নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আনচেলত্তি, 'আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। আমি জানি, এ নিয়ে একটি আইনি প্রক্রিয়া চলছে, এবং সবাই এর সমাধানের অপেক্ষায় রয়েছে। ফুটবল ধৈর্য ধরে অপেক্ষা করছে, আমাদেরও ধৈর্য ধরতে হবে। শেষ পর্যন্ত একটি বিচারিক সিদ্ধান্ত আসবে।'

তবে ফুটবলের ব্যস্ত সূচি নিয়ে ধৈর্য কম রিয়াল কোচের, 'আমাদের সামনে যে অস্বাভাবিক ঠাসা সূচি রয়েছে, তা বিবেচনা করলে আমরা আসলে বেশ ভালো করছি। যে দলগুলো লড়াই করছে, তাদের সবাই ভালো করছে। আমার সময়, এক মৌসুমে ৩০টি ম্যাচ ছিল। অবিশ্বাস্য! এখন ৫০ দিনে আমরা পুরো মৌসুমের অর্ধেক, অর্থাৎ ১৭টি ম্যাচ খেলছি। আমি ক্লান্ত, এটা সত্যিই ক্লান্তিকর। আমি নিশ্চিত আপনারাও ক্লান্ত। আমি যা শুনি এবং দেখি, তাতে মনে হয় আমাদের বিশ্রামের দরকার, আপনাদেরও বিশ্রামের দরকার।'

Comments

The Daily Star  | English

US retailers lean on suppliers to absorb tariffs

Rather than absorbing the cost or immediately passing it on to consumers, many US apparel retailers and brands have turned to their suppliers in Bangladesh, demanding they share the pain

8h ago