মনে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবকাশ যাপনে গেছেন মাহমুদউল্লাহ: ওয়াসিম

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনার তীর ছুটে আসছে ভিনদেশ থেকে। ওয়াসিম আকরামের নিশানা ছুটেছে মাহমুদউল্লাহ রিয়াদের দিকে। অভিজ্ঞ এই ক্রিকেটার খেলা নয়, বরং অবকাশ যাপনে গেছেন বলে মনে করছেন তিনি। পাকিস্তানের এই কিংবদন্তি পুরনোদের বাদ দিয়ে বাংলাদেশকে তারুণ্যনির্ভর দল গড়ার পরামর্শ দিয়েছেন।

গত সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের হারে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। রাওয়ালপিন্ডিতে মাহমুদউল্লাহ আউট হয়েছেন ৪ রানে। এরপর ১০৫ রানে থাকা অবস্থায় রাচিন রবীন্দ্রর একটি ক্যাচ তার হাত থেকে ফসকে যায়। ম্যাচশেষে ড্রেসিংরুম অনুষ্ঠানে ওয়াসিম বলেন, 'এটা লোপ্পা ক্যাচ ছিল! মনে হচ্ছে মাহমুদউল্লাহ অবকাশ যাপনে এসেছে। না ব্যাটিং হচ্ছে, না বোলিং হচ্ছে।'

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচ মিলিয়ে ২ রান করেছেন মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহর সঙ্গে এই উইকেটরক্ষককে বিদায় বলে দেওয়ার পরামর্শ দিয়েছেন ওয়াসিম। আন্তর্জাতিক ক্রিকেটে ৯১৬ উইকেটের মালিক এই পেসার বলেন, 'বাংলাদেশ মাহমুদউল্লাহ এবং মুশফিকের মতো খেলোয়াড়কে নিয়ে এসেছে যারা যথাক্রমে ৩৯ ও ৩৭ বছর বয়সী। সাদা বলের জন্য তরুণ খেলোয়াড়দের তৈরি করুন৷ এবং এসব অভিজ্ঞদের লাল বলে খেলতে দিন যদি তারা খেলতে চান। সাদা বলের ক্রিকেটের মানে হচ্ছে ভয়ডরহীন। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটা দল তৈরি করা, এটা নিয়ে এখন বাংলাদেশের ভাবা প্রয়োজন।'

বর্তমানে সাদা বলের দুই সংস্করণের মধ্যে একটি খেলে থাকেন মাহমুদউল্লাহ ও মুশফিক। দুজনেই টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়ে ফেলেছেন।

সমালোচনার পাশাপাশি প্রশংসাও সমানভাবে ফুটে উঠেছে ওয়াসিমের মুখ থেকে। পাকিস্তানের সাবেক অধিনায়ক মুগ্ধ নাহিদ রানায়, 'আমি প্রথমবার রানার বোলিং দেখেছি। উইলিয়ামসনের সামনে করা তার বলটা দেখুন…পেস দেখুন, ক্যারি, সুইং। দুর্দান্ত! তার উদযাপনও আমার পছন্দ হয়েছে। কোনমতে যা উদযাপন করেছেন আরকি!'

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

4h ago