‘বড় হুমকি’ বরুণকে সামলাতে পরিকল্পনার খোঁজে নিউজিল্যান্ড

গ্রুপ পর্বে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে নাকাল হয়েছিল নিউজিল্যান্ড। তাই ফাইনালের আগে ভারতের এই বোলারকে নিয়ে বাড়তি সতর্ক নিউজিল্যান্ড। গ্যারি স্টেডের দৃষ্টিতে, বরুণ তাদের জন্য অনেক বড় হুমকি। তাই তাকে সামলানোর পরিকল্পনা খোঁজার কথার জানিয়েছেন কিউইদের কোচ।
আগামী রোববার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাইতে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। চলতি টুর্নামেন্টে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলছে সেখানে। ভেন্যুটির স্পিনবান্ধব উইকেটের পুরো ফায়দা তুলে নিচ্ছে রোহিত শর্মার দল। তাদের স্কোয়াডে স্পিনার আছেন সব মিলিয়ে পাঁচজন। প্রথম দুটি ম্যাচে ভারতের একাদশে ছিলেন দুজন করে স্পিনার, পরের দুটিতে ছিলেন চারজন করে।
'এ' গ্রুপের শেষ ম্যাচে দুবাইতে বরুণ একাই ধসিয়ে দিয়েছিলেন কিউইদের। ভারতকে ২৪৯ রানে বেঁধে ফেলেও ৪৪ রানে হেরেছিল স্টেডের শিষ্যরা। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নেমেই ৫ উইকেট শিকার করেছিলেন ৩৩ বছর বয়সী স্পিনার। পরে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও তিনি ছিলেন উজ্জ্বল। ৪৯ রান খরচায় তিনি নিয়েছিলেন ২ উইকেট।
শিরোপা নির্ধারণী লড়াইয়ের জন্য বিপজ্জনক বরুণকে নিয়ে আলাদাভাবে ছক কাঁটার কথা বলেছেন স্টেড, 'আমাদের বিপক্ষে সবশেষ ম্যাচে ৪২ রানে ৫ উইকেট নেওয়ার পর অবশ্যই আমরা ধারণা করছি যে, সে (ফাইনালে) খেলবে। আর সেটা বিবেচনায় নিয়েই আমরা নিজেদের পরিকল্পনা করব।'
নিউজিল্যান্ডের কোচ বরুণের দারুণ সামর্থ্যের কথা স্বীকার করে যোগ করেছেন, 'সে খুব ভালো মানের বোলার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আগের ম্যাচে আমাদের বিপক্ষে সে তার দক্ষতা দেখিয়েছে এবং সে বড়, অনেক বড় হুমকি। তাই আমরা কীভাবে তাকে নিষ্ক্রিয় রাখতে পারি এবং কীভাবে তার বিপক্ষে রান করতে পারি, তা নিয়ে আমরা গভীরভাবে চিন্তাভাবনা করব।'
২০২১ সালে আন্তর্জাতিক মঞ্চে পা রাখার পর ভারতের জার্সিতে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে ২১টি টি-টোয়েন্টি খেলেছেন বরুণ। ৫০ ওভারের সংস্করণে ১৮.১২ গড়ে ৮ উইকেট পেয়েছেন তিনি। ২০ ওভারের ক্রিকেটে ১৪.৫৭ গড়ে তার শিকার ৩৩ উইকেট।
Comments