বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৪ প্রতিষ্ঠানের কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা

কারখানা খুলে দেওয়ার দাবিতে সম্প্রতি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে বড় ধরনের শ্রমিক সমাবেশ হয়। স্টার ফাইল ছবি

গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৪টি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। 

গাজীপুর শিল্প পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি কর্তৃপক্ষের নোটিশের বরাত দিয়ে বলেন, বন্ধ ঘোষণা করা প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা আগামী ৯ মার্চ থেকে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। 

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপনা পরিচালকের সই করা নোটিশে বলা হয়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সারাবো, কাশিমপুর, গাজীপুরে অবস্থিত বেক্সিমকো লিমিটেড (ইয়ার্ন ইউনিট-১ ব্যতীত) ও এর সংশ্লিষ্ট অপর ১৩টি প্রতিষ্ঠানসহ মোট ১৪টি প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারখানায় কোনো কাজ না থাকার কারণে গত ১৬ ডিসেম্বর এবং ৫ ফেব্রুয়ারি হতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সর্বশেষ সংশোধিত ২০১৮) অনুযায়ী সংশ্লিষ্ট ধারা মোতাবেক কারখানাগুলো লে-অফ ঘোষণা করা হয়। কোনোভাবেই কাজের সংস্থান না থাকায় কারখানাগুলো ১৬ (৭) ধারা এবং তদনুযায়ী ২০ (৩) ধারা মোতাবেক কারখানার সকল শ্রমিককে ২৮ ফেব্রুয়ারি হতে ছাঁটাই করা হলো এবং প্রতিষ্ঠানগুলোর সকল কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হলো। ছাঁটাইকৃত সকল শ্রমিককে আইন ও বিধি অনুযায়ী তাদের সকল প্রাপ্য পাওনা প্রদান করা হবে। এই প্রাপ্য পাওনা আগামী ৯ মার্চ হতে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। 

এ নিয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে কোনো শ্রমিক অসন্তোষ নেই বলেও জানিয়েছেন পুলিশ সুপার। 

Comments

The Daily Star  | English

Unpacking the proposed reforms to our revenue system

The primary logic behind the separation of revenue tasks at issue is to inject an element of operational independence into the proposed bodies.

8h ago