বিএনপির বর্ধিত সভা শুরু, ভার্চুয়ালি যুক্ত থাকবেন খালেদা জিয়া

জাতীয় সংসদ ভবন, বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে চলছে বিএনপির বর্ধিত সভা। ছবি: সাজ্জাদ হোসাইন/স্টার

জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে সারাদেশ থেকে আসা কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয় এবং গত ১৬ বছরে 'গণতান্ত্রিক আন্দোলনে' নিহত নেতাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বর্ধিত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি নেতারা জানান, বৈঠকে গত বছরের ৫ আগস্টের পর চলমান পরিস্থিতি, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা ও শরিক দলগুলোর সঙ্গে সম্পর্কসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুগুলো প্রাধান্য পাবে।

দুপুর আড়াইটায় বৈঠকের দ্বিতীয় অধিবেশনে দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে বৈঠক শেষ হবে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত আছেন। এ ছাড়া বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক বা আহ্বায়ক ও সদস্য সচিবসহ মহানগর জেলা, জেলা ও উপ-জেলা কমিটির নেতারাও অংশ নিয়েছেন।

 

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

1h ago