ঢাকা প্রিমিয়ার লিগ

তরুণ ইফতির ব্যাটে প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরি

প্রথম বিভাগ থেকে উঠে এবার ঢাকা প্রিমিয়ার লিগ খেলছে গুলশান ইয়ুথ ক্লাব। দলটির অর্থায়নে আছেন তামিম ইকবাল, যিনি এবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। সেই তামিমের মোহামেডানের বিপক্ষেই প্রথম ম্যাচ রাঙালেন গুলশানে তরুণ ব্যাটার ইফতেখার হোসেন ইফতি। আসরে প্রথম সেঞ্চুরিতে দলকে পাইয়ে দিলেন বড় পুঁজি।

সোমবার তিন ভেন্যুতে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের নতুন আসর। সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিমিটেড-অগ্রণী ব্যাংক ম্যাচের আগের টুর্নামেন্টে উদ্বোধন করেন সিসিডিএম প্রধান সালাউদ্দিন আহমেদ।

বিকেএসপির দুই মাঠে হচ্ছে আরও দুই ম্যাচ। তার একটিতে সেঞ্চুরি করেন ইফতি। মোহামেডানের বিপক্ষে বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার ১১০ বলে ৯ চার, ৩ ছক্কায় করেন ১০৮ রান। তাতে ২৯৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় গুলশান।

ইফতির পাশাপাশি রান পেয়েছেন দলটির ওপেনার জাওয়াদ আবরার (৮৬ বলে ৭৫) ও হাবিবুর শেখ মুন্না (৫৩ বলে ৪৭)। মুন্না দেশের স্বীকৃত পর্যায়ের ক্রিকেটের নতুন নাম। এর আগে এই তরুণ প্রিমিয়ার লিগ তো দূরের কথা খেলেননি প্রথম বিভাগ। দ্বিতীয় বিভাগ থেকে উঠে এসে প্রথম ম্যাচেই বড় দলের বিপক্ষে ঝলক দেখিয়েছেন তিনি।

ইফতি এদিন ব্যাট করতে নামেন চার নম্বরে, ক্রিজে যান সপ্তম ওভারে। আউট হয়েছেন একদম ৪৯তম ওভারে। মাঝে মুন্নার সঙ্গে গড়েন ৯৪ রানের জুটি। আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফুদ্দিন, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, তাইজুল ইসলামদের মতন প্রথম সারির বোলারদের বিপক্ষে এই দুজনকে বেশ দাপট নিয়েই খেলতে দেখা যায়।

মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড মোসাদ্দেক হোসেন সৈকতের ৭৩ রানে পায় ২৩৪ রানের সংগ্রহ। এই ম্যাচে রান পাননি জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২০)। পারভেজ হোসেন ইমন করেন ফিফটি। 

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

11h ago