রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।
আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাবাড়ী চেকপোস্টে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিন জন মারা যান।
নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সচালক জাফর ইকবাল, যাত্রী সুন্দরী খাতুন ও আদরি খাতুন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি রুহুল আমিন।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। ট্রাক শনাক্ত ও দায়ীদের খুঁজে পেতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Comments