শাহজাদপুরে ভবনে আগুন, ৪ জনের মৃত্যু

শাহজাদপুরে ভবনে আগুন
রাজধানীর শাহজাদপুরের একটি ভবনে আজ দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর শাহজাদপুরের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ সোমবার দুপুর ১২টার দিকে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, ভবন থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছয় তলায় তাদের মরদেহ পাওয়া যায়। একজনের মরদেহ বাথরুমের ভেতর এবং তিন জনের মরদেহ সিঁড়ির গোড়ায় ছিল। সিড়ির দরজা তালা দেওয়া ছিল বলে জানান তিনি।

তিনি জানান দুপুর ১টার সময় বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বারিধারা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, গোল্ডেন টিউলিপ নামে একটি বিউটি পার্লারে আগুন লাগে। ছয়তলা ভবনটির ছয় তলায় ছাদের সিঁড়ির কাছ থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, তারা প্রত্যেকেই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন।

'ধারণা করছি দোতলায় আগুন লাগার পর তারা ছাদে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন কিন্তু ছাদের দরজা তালাবদ্ধ থাকায় তারা সিঁড়িতেই মারা যান,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Govt to form independent board to run Nagad: finance adviser

The decision came from a high-level meeting of the interim government

20m ago