সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নারায়ণ চন্দ্র চন্দ। ছবি: সংগৃহীত

খুলনায় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রী ঊষা রাণী চন্দের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা করেছে।

সোমবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়।

দুদকের উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত দুই কোটি ৪২ লাখ ১১ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে দায়ের করা এক মামলায় উল্লেখ করা হয়েছে, রাজিবপুর মৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঊষা রাণী চন্দ ও তার স্বামী সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। এ সম্পদ তারা নিজেদের দখলে রেখে দুর্নীতি করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আরেক সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদী হয়ে দায়ের করা পৃথক মামলায় বলা হয়েছে, ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য থাকার সময় নারায়ণ চন্দ্র চন্দ অসাধু উপায়ে এক কোটি ৭৯ লাখ ৬৮ হাজার টাকার সম্পদ অর্জন করেন। এই সম্পদ তিনি নিজের নামে রেখে ভোগ দখলে রাখেন, যা তার ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

দুদক সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি খুলনা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শরীফ হোসেন হায়দার নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রী উষা রানী চন্দের ২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেন। সেই সঙ্গে উষা রানীর ১৬টি সঞ্চয়পত্রের হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন।

১১ ফেব্রুয়ারি হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করেছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ।

Comments

The Daily Star  | English

Simpler rules key to smooth transition from LDC

Leading entrepreneurs yesterday urged the government to create an environment more conducive to doing business as Bangladesh prepares to graduate from the UN’s least developed country (LDC) category next year.

7h ago