রিকশাচালককে মারধর: সেই সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত

পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ হাসান। (ডানে) রিকশাচালককে মারধরের ফুটেজ। ছবি: সংগৃহীত

ব্যাটারিচালিত অটোরিকশা চালককে মারধরের অভিযোগে রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ হাসানকে সাময়িক বরখাস্ত করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

গতকাল সোমবার এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় যে জাহিদ এক রিকশা চালককে বেধড়ক মারধর করছেন। গত ২৮ ফেব্রুয়ারি ভিডিওটি ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

জাহিদকে বরখাস্তে মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, তার এ ধরনের অনৈতিক ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ড সমাজসেবা অধিদপ্তর এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিনের সই করা আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী, জাহিদ হাসানের আচরণ 'অসদাচরণ' হিসেবে চিহ্নিত হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ। তাই, আইন অনুযায়ী তাকে 'সাময়িক বরখাস্ত' করা হলো।

বরখাস্তের বিষয়ে মন্তব্য জানতে জাহিদ হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

8h ago