পাকিস্তানের সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

খাইবার পাখতুনখোয়ার সেনানিবাসে আত্মঘাতি হামলায় আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। ছবি: ডন/রয়টার্স
খাইবার পাখতুনখোয়ার সেনানিবাসে আত্মঘাতি হামলায় আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। ছবি: ডন/রয়টার্স

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বান্নু সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ১২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি।

নিহতদের মধ্যে অন্তত তিনটি শিশু রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সেনানিবাসের ওই এলাকায় দুটি বিস্ফোরকভর্তি গাড়ি ঢুকে পড়ে। তার পরপরই ঘটে বিস্ফোরণ।

মাগরিবের আজান ও ইফতারের সময় এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয়।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, 'কাপুরুষ জঙ্গিরা পবিত্র রমজান মাসে নিরপরাধ বেসামরিক ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছে। তারা কোনো ক্ষমা পাবে না।'

খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এই হামলা হয়। এটি দেশটির সাবেক স্বশাসিত নৃগোষ্ঠীদের এলাকা সংলগ্ন।

নাম না প্রকাশের শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী আছেন। আহত হয়েছেন ৩২ জন।

এক গোয়েন্দা কর্মকর্তা এর আগে জানান, আত্মঘাতী হামলার পর ১২জন জঙ্গি সদস্য কমপাউন্ডে ঢুকে পড়ার চেষ্টা করেন। তাদের মধ্যে ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, 'বিস্ফোরণের দমকে দুইটি চার ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এতে অন্তত আটটি বাড়ি ক্ষতির শিকার হয়েছে।'

হামলার দায় নিয়েছে হাফিজ গুল বাহাদুর নামের একটি সশস্ত্র সংগঠন। এই সংগঠনটি ২০০১ সাল থেকে আফগানিস্তানে ন্যাটো জোটের বিরুদ্ধে তালিবানদের যুদ্ধে সমর্থন জুগিয়ে গেছে।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, 'আমাদের যোদ্ধারা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ঢুকে পড়ে এবং এর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।'

তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি হাফিজ গুল বাহাদুর।

Comments

The Daily Star  | English

Admin in favour of BNP in many areas, polls not possible in this situation: Nahid

For a level playing field, a neutral administration, bureaucracy, and police must be ensured

1h ago