কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬, আহত ১৩

কাবুলের একটি সেতু পাহারা দিচ্ছেন তালেবান যোদ্ধা। ফাইল ছবি: রয়টার্স
কাবুলের একটি সেতু পাহারা দিচ্ছেন তালেবান যোদ্ধা। ফাইল ছবি: রয়টার্স

কাবুলের শহরতলিতে এক আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশের মুখপাত্র খালিদ জারদান জানিয়েছেন, দক্ষিণ কাবুলের শহরতলি এলাকা কালা বখতিয়ারে এক অজ্ঞাত ব্যক্তি আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করে দেখছে।

খালিদ জারদান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানান, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্তের কাজ চলছে।

তিনি জানিয়েছেন, মৃতদের মধ্যে একজন নারী।

এই ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসে। তারপর থেকে আফগানিস্তানে জঙ্গি হামলার সংখ্যা কমেছে। তালেবানও জানিয়েছে, তারা নিরাপত্তার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।

তবে এই ধরনের আক্রমণ হলে তা জানানোর ক্ষেত্রেও কর্তৃপক্ষ দেরি করে। এখনো আইএসের (ইসলামিক স্টেট) যোদ্ধারা আফগানিস্তানে সক্রিয় আছে বলে অভিযোগ রয়েছে।

অতীতে তারা দেশজুড়ে স্কুল, হাসপাতাল ও অন্যান্য স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

Comments

The Daily Star  | English
Magura child rape case

Magura rape: Main accused charged with murder

A month after the death of the eight-year-old girl, who was brutally raped while visiting her sister’s in-laws in Magura, police have pressed murder charges against the main accused.

5h ago