পরিসংখ্যানে মুশফিকের ওয়ানডে ক্যারিয়ার

সামাজিকমাধ্যমে এক বিবৃতি দিয়ে বুধবার রাতে ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের ওয়ানডে ক্যারিয়ারের কিছু উল্লেখযোগ্য মুহূর্ত এখানে তুলে ধরা হলো:
* মুশফিকুর ২৭৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যা বাংলাদেশের হয়ে ৫০ ওভারের ফরম্যাটে সর্বোচ্চ। ডানহাতি এই ব্যাটসম্যান ৩৬.৪২ গড় এবং ৭৯.৭০ স্ট্রাইক রেটে ৭৭৯৫ রান সংগ্রহ করেছেন। যেখানে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফ-সেঞ্চুরি।
* তার করা চারটি সেঞ্চুরি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যার মধ্যে অন্যতম ছিল ২০১৮ এশিয়া কাপে দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে করা ১৪৪ রান, যা এই ফরম্যাটে তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তিনি পরাজিত ম্যাচেও চারটি সেঞ্চুরি করেছেন এবং একটি সেঞ্চুরি এসেছিল এমন ম্যাচে, যা পরবর্তীতে কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।
* ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, তামিম ইকবালের (৮৩৫৭) পরেই তার অবস্থান।
* ফরম্যাটটিতে ৯টি সেঞ্চুরি নিয়ে, তিনি টাইগারদের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
* মুশফিকুর ১০০টি ছক্কা হাঁকিয়েছেন, যা বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। তার উপরে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ (১০৭) ও তামিম ইকবাল (১০৩)।
* উইকেটকিপার হিসেবে মুশফিকুর ২৯৭টি ডিসমিসাল করেছেন, যা বাংলাদেশের কোনো কিপারের সর্বোচ্চ এবং ওয়ানডে ফরম্যাটে সামগ্রিকভাবে পঞ্চম সর্বোচ্চ। এর মধ্যে রয়েছে ২৪১টি ক্যাচ ও ৫৬টি স্টাম্পিং।
* মুশফিকুর রহিমই একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান যিনি ওয়ানডেতে ৯৯ রানে আউট হয়েছেন। তবে, ২০১৮ এশিয়া কাপের সুপার ফোরের সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আবুধাবিতে বাংলাদেশের ৩৭ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তিনি ম্যাচসেরা নির্বাচিত হন।
Comments